জনাব খাজা মিয়া ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। রাজবাড়ী নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় প্রথম শ্রেনীর ম্যাজিস্টেট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেছেন।২০১৫ সালে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাইন্সিল হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৮ নভেম্বর জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদে যোগদান করেন। সরকারী দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেছেন।
ঢাকার দারুস সালামস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের ৪র্থ ও ৫ম তলায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনাল বা সদরঘাট থেকে গাবতলি অভিমূখী যে কোন গাড়িতে করে দারুস সালাম আসা যায়। কল্যাণপুর ও টেকনিক্যাল এর মাঝখানে দারুস সালাম অবস্থিত।