Wellcome to National Portal
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৫

চলচ্চিত্র শিল্প বিকাশে বিসিটিআই এর ভূমিকা এবং পরিবেশবান্ধব (গ্রীন) চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2025-06-03

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে "চলচ্চিত্র শিল্প বিকাশে বিসিটিআই এর ভূমিকা এবং পরিবেশবান্ধব (গ্রীন) চলচ্চিত্র নির্মাণ" বিষয়ক দিনব্যাপী কর্মশালা ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর পরিচালনায় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে কর্মশালায় চলচ্চিত্র শিল্প বিকাশে বিসিটিআই এর ভূমিকা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা ও শিক্ষক জনাব রফিকুল আনোয়ার রাসেল এবং পরিবেশবান্ধব (গ্রীন) চলচ্চিত্র নির্মাণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প নির্দেশক জনাব আকতানিন খায়ের তানিন।

কর্মশালায় চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব লাবিব নাজমুছ ছাকিব, জনাব আরিফুর রহমান,  চলচ্চিত্র গবেষক জনাব আশীষ চৌধুরী আলোচক হিসেবে উপস্থিত

ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিনোদন সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

এছাড়া বিসিটিআই এর উপপরিচালক প্রশাসন ও অর্থ জনাব মোকছেদ হোসেনসহ বিসিটিআই এর কর্মকর্তার কর্মচারী এবং বিসিটিআই এর বিভিন্ন  কোর্সের প্রশিক্ষানার্থীগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণ করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মশালায় চলচ্চিত্র শিল্প বিকাশে বিকাশে সরকারের একমাত্র চলচ্চিত্র প্রশিক্ষণ  ইনস্টিটিউট বিসিটিআই এর ভূমিকা বিষয়ে আলোচনা করা হয় এবং পরিবেশবান্ধব গ্রীন চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয় ।