Wellcome to National Portal
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৫

"বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে পরিবেশবান্ধব (গ্রীন) চলচ্চিত্র নির্মাণ" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2025-06-01

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর যৌথ আয়োজনে "বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে পরিবেশবান্ধব (গ্রীন) চলচ্চিত্র নির্মাণ" শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর জহির রায়হান প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুমা রহমান তানি এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প নির্দেশক ও শিক্ষক জনাব আখতানিন খায়ের তানিন।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর পরিচালনায় কর্মশালায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এর মহাপরিচালক জনাব খালেদা বেগম, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক ড. মো. রাজ্জাকুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জনাব কাজী হায়াত, চলচ্চিত্র চিত্রগ্রাহক জনাব আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, জনাব ইস্পাহানী আরিফ জাহান, প্রযোজক ও সার্টিফিকেশন বোর্ডের সদস্য জনাব জাহীদ হোসেন, বিসিটিআই এর উপপরিচালক প্রশাসন ও অর্থ জনাব মোকছেদ হোসেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বিসিটিআই এর চারটি কোর্সের প্রশিক্ষানার্থীগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বক্তাগণ পরিবেশ রক্ষায় গ্রীন চলচ্চিত্র নির্মাণ বিষয়ে আলোচনা করেন।