গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ এ ০১:৩৭ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-১০-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
বিসিটিআইয়ে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রশিক্ষণ
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবার সরকারিভাবে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিনামূল্যে চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ২৫০ জন আগ্রহী অংশগ্রহণকারীকে দুই পর্বে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণগুলো অনাবাসিকভাবে অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ হলেও প্রয়োজনে পাঁচ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হতে পারে। আগামী সপ্তাহ থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
মোট ৫টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে—
১. বেসিক ফিল্ম কোর্স (২৫ জন)
২. চলচ্চিত্র সম্পাদনা কোর্স (২৫ জন)
৩. সেট ডিজাইন কোর্স (২৫ জন)
৪. চিত্রনাট্য লিখন কোর্স (২৫ জন)
৫. প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স (২৫ জন)
প্রতিটি কোর্স মাসে একবার করে মোট দুইবার অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ২৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তির জন্য প্রয়োজন হবে এইচ.এস.সি পাশের সনদ, জাতীয় পরিচয়পত্র, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতিপত্র এবং ছবি।
বিসিটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আহত জুলাই যোদ্ধাদের কর্মদক্ষতা বাড়ানো ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।