কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ এ ১২:০২ AM

বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে "৩৬ জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য রক্ষায় করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৪-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে "৩৬ জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য রক্ষায় করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ (০৪ অগাস্ট, ২০২৫ খ্রি)​ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহিদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও শিক্ষক জনাব লাবিব নাজমুস সাকিব। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব রফিকুল আনোয়ার রাসেল।

সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোকছেদ হোসেন।

সেমিনারের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সেমিনারটিতে বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর কর্মকর্তা, বিসিটিআই এর বিভিন্ন কোর্সের শিক্ষার্থী ও বিসিটিআই এর কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিসিটিআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (তথ্যচিত্র) প্রদর্শন করা হয়।

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন