গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ এ ১২:০২ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৪-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে "৩৬ জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য রক্ষায় করণীয়" শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ (০৪ অগাস্ট, ২০২৫ খ্রি) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহিদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও শিক্ষক জনাব লাবিব নাজমুস সাকিব। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব রফিকুল আনোয়ার রাসেল।
সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোকছেদ হোসেন।
সেমিনারের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সেমিনারটিতে বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর কর্মকর্তা, বিসিটিআই এর বিভিন্ন কোর্সের শিক্ষার্থী ও বিসিটিআই এর কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিসিটিআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (তথ্যচিত্র) প্রদর্শন করা হয়।
