গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ এ ০৮:১৩ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৩-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোঃ মাহফুজ আলম আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫ খ্রি.) কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন করেন।
বিসিটিআই সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে যুগোপযোগী করতে এবং প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক চলচ্চিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও পারস্পরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও প্রাসঙ্গিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করা জরুরি।
এছাড়া, বিসিটিআই’র অবকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দকৃত জমিতে সরকার সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিসিটিআই’র প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিটিআই’র শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা বিসিটিআই’র স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

